reporterঅনলাইন ডেস্ক
  ২৮ নভেম্বর, ২০২২

সোনালী ব্যাংক এবং মোহাম্মদপুর মডেল কলেজের চুক্তি

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের যাবতীয় ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড এবং সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) কলেজের পক্ষে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল কামাল আকবর এবং সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন। সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের আইটি ল্যাবে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস, জেনারেল ম্যানেজার আবদুল কুদ্দুস, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আতিকুর রহমান, মো. মনিরুজ্জামানসহ ব্যাংকের অন্যান্য নির্বাহী, কর্মকর্তা ও কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে সোনালি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তাদের যাবতীয় ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close