নিজস্ব প্রতিবেদক

  ০৩ অক্টোবর, ২০২২

ব্লক মার্কেটে ৮৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৪ লাখ ৮৪ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৩ কোটি ৮৮ লাখ টাকা। রবিবার (২ অক্টোবর ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডিকম অনলাইন লিমিটেডের। কোম্পানিটি ২৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আইপিডিসি ফিন্যান্স লিমিটেড ৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। মেট্রো স্পিনিং ৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আমারা টেকনোলজি, এসিআই ফরমুলেশন, একমি ল্যাবরেটরিজ, আলহাজ টেক্সটাইল, বিএটিবিসি, বিডিকম অনলাইন, বীকন ফার্মা, বেঙ্গল উইন্ডসোর, বেক্সিমকো, বসুন্ধরা পেপার মিল, বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ সাবমিরন কেবল, বেক্সিমকো ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, ই-জেনারেশন, ইস্টার্ন হাউজিং, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিকস, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফিন্যান্স, এইচআর টেক্সটাইল, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, জেএমআই হসপিটাল, কেডিএস অ্যাক্সেসরিজ, কেয়া কসমেটিক্স, কোহিনুর কেমিক্যাল, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, মেট্রো স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, প্যাসিফিক ডেনিমস, দ্য পেনিনসুলা, ফার্মা এইডস, পাইনিয়র ইন্স্যুরেন্স, প্রাইম ইনস্যুরেন্স, প্রাইম ইনস্যুরেন্স, প্রভাতি ইনস্যুরেন্স, রবি, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, সোনালী পেপার, স্কয়ার ফার্মা ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close