reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জুলাই, ২০২২

স্ট্যান্ডার্ড ব্যাংকের ‘দ্য কোয়ালিটি চয়েস প্রাইজ ২০২২’ জয়

গোল্ড ক্যাটাগরিতে ইউরোপিয়ান সোসাইটি ফর কোয়ালিটি রিসার্চের (ইএসকিউআর) ‘দ্য কোয়ালিটি চয়েস প্রাইজ ২০২২’ সম্মাননা জিতল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। সম্প্রতি জুলাই, ২০২২-এ এসি হোটেল বাই ম্যারিয়ট, বার্সেলোনা, স্পেনে আয়োজিত ‘দ্য কোয়ালিটি চয়েস প্রাইজ ২০২২’-এর প্রেজেন্টেশন অনুষ্ঠানে ৩৫টি দেশ ও পুরস্কার বিজয়ী ৪৩টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদ এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে স্ট্যান্ডার্ড ব্যাংকের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ। পুরস্কার গ্রহণ শেষে মাকসুদ তার বক্তব্যে স্ট্যান্ডার্ড ব্যাংককে এই পুরস্কারের জন্য মনোনীত করায় ইএসকিউআর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এই স্বীকৃতি আগামী দিনগুলোতে আমাদের ব্যাংকের সেবার মানোন্নয়নে চলমান প্রচেষ্টাকে আরো বেগবান করবে।’ ইএসকিউআর নৈতিকতা এবং যথাযথ উদ্যোগ গ্রহণ ও মানসম্পন্ন চর্চার মাধ্যমে প্রতিষ্ঠান ব্যবস্থাপনার পাশাপাশি মানসম্মত সেবা প্রদান নিশ্চিতকরণে দৃষ্টান্তমূলক সাফল্যের স্বাক্ষর রাখা জনপ্রশাসন, প্রতিষ্ঠান এবং কোম্পানিগুলোকে এই সম্মাননা প্রদান করে থাকে। স্ট্যান্ডার্ড ব্যাংক সম্প্রতি ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস কর্তৃক সাসটেইনেবল বিজনেস ক্যাটাগরিতে ‘বিজনেস ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড-২০২১’ এবং গ্লোবাল ইকোনমিক্স লিমিটেড কর্তৃক ‘বেস্ট ব্যাংক ফর সাসটেইনেবল বিজনেস ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ-২০২১’ সম্মাননায় ভূষিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close