নিজস্ব প্রতিবেদক

  ১৮ মে, ২০২২

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৩৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৬ লাখ ৫০ হাজার ২৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৯২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। বীকন ফার্মা ১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। রিপাবলিক ইন্স্যুরেন্স ১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, এসিআই ফরমুলেশনস, অ্যাক্টিভ ফাইন, আল-হাজ্ব টেক্সটাইল, ব্যাংক এশিয়া, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ড্রাগন সোয়েটার, ইস্টার্ণ কেবলস, ইস্টার্ণ হাউজিং, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফিন্যান্স, হামিদ ফেব্রিক্স, এইচ.আর টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লাভেলো আইসক্রিম, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, নাহি অ্যালুমিনিয়াম, উত্তরা ব্যাংক লিমিটেড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close