হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ২৬ জানুয়ারি, ২০২২

ভারতের প্রজাতন্ত্র দিবস

হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ আজ

ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সকাল থেকে দুই দেশের মধ্যে কোনো ধরনের পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করছে না।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুর রহমান জানান, আজ ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। এ কারণে ভারতে আজ সরকারি ছুটি। ফলে দুই দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হবে বন্দরে সব আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে বন্দরের বাংলাদেশ অংশে বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টে আমদানিকৃত পণ্য খালাস কাজ অব্যাহত থাকবে।

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী জানান, প্রতিদিনের মতো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট নিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্ট যাত্রী আসতে পারবে। বন্ধের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close