নিজস্ব প্রতিবেদক

  ২৩ জানুয়ারি, ২০২২

লেনদেনের গতি বেড়েছে শেয়ারবাজারে

নতুন বছরের শুরু থেকেই বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। ফলে চাঙা হয়ে উঠেছে শেয়ারবাজার। তথ্য বলছে, প্রায় প্রতিদিনই বাড়ছে মূল্যসূচক। একই সঙ্গে লেনদেনের গতিও বেড়েছে। অর্থাৎ নতুন বছরের প্রথম দুই সপ্তাহের মতো গেল সপ্তাহও ঊর্ধ্বমুখী ছিল দেশের শেয়ারবাজার। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ২৫০ কোটি টাকা বেড়ে গেছে। ফলে নতুন বছরের প্রথম তিন সপ্তাহে বাজার মূলধন বাড়ল ২৩ হাজার কোটি টাকার ওপরে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, গেল সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬৫ হাজার ২৩৫ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ৬৪ হাজার ৯৯৬ কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২৩৯ কোটি টাকা। আর আগের দুই সপ্তাহে বাজার মূলধন বাড়ে ২২ হাজার ৮০০ কোটি টাকা। সেই হিসাবে নতুন বছরের প্রথম তিন সপ্তাহে বাজার মূলধন বাড়ল ২৩ হাজার ৩৯ কোটি টাকা। বাজারের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৮৮ দশমিক ৪৬ পয়েন্ট। বছরের প্রথম সপ্তাহে সূচকটি বেড়েছিল ২৩০ দশমিক ৭৯ পয়েন্ট। দ্বিতীয় সপ্তাহে বেড়েছিল ২৯ দশমিক ৭৮ পয়েন্ট। অর্থাৎ চলতি বছরের প্রথম তিন সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে ৩৪৯ দশমিক শূন্য ৩ পয়েন্ট। প্রধান মূল্যসূচকের পাশাপাশি টানা তিন সপ্তাহ বেড়েছে ইসলামি শরিয়া ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়া সূচক। গত সপ্তাহজুড়ে সূচকটি বেড়েছে ৬ দশমিক ৬৯ পয়েন্ট । আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ২৯ দশমিক ৫৬ পয়েন্ট। তার আগের সপ্তাহে বেড়েছিল ৪১ দশমিক শূন্য ৩ পয়েন্ট।

এদিকে বাছাই করা ভালো প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও বছরের প্রথম তিন সপ্তাহ টানা বেড়েছে। গত সপ্তাহজুড়ে সূচকটি বেড়েছে ১৯ দশমিক শূন্য ৮ পয়েন্ট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close