নিজস্ব প্রতিবেদক

  ১৮ জানুয়ারি, ২০২২

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৩৪ লাখ ৬৭ হাজার ২৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৯ কোটি ৬১ লাখ টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ফরচুন সুজ ৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, আলিফ ইন্ডাস্ট্রিজ, আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়া ইন্স্যুরেন্স, বিবিএস কেবলস, বিকন ফার্মা, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং করপোরেশন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার, ইস্টার্ন লুব্রিকেন্টস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, জিপিএইচ ইস্পাত কমপ্লেক্স, জিএসপি ফিন্যান্স, কে অ্যান্ড কিউ, লাভেলো আইসক্রিম, নাহি অ্যালুমিনিয়াম, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিকস, আরডি ফুড, রিপাবলিক ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, শমরিতা হসপিটাল, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সোশ্যাল ইসলামী ব্যাংক, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close