বাসস

  ১৫ সেপ্টেম্বর, ২০২১

সিলেটে রোপা আমন

ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা

এবার সিলেটে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি কর্মকর্তাদের। আবহাওয়া অনুকূলে থাকায় এরই মধ্যে ৯৫ ভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, সিলেটের চার জেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ৪ লাখ হেক্টর নির্ধারণ করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ৩ লাখ ৭৩ হাজার হেক্টর জমি আবাদ হয়েছে।

সূত্র আরো জানায়, সিলেটের চার জেলায় ২০ হাজার ৯৬৪ হেক্টর বীজতলার লক্ষ্যমাত্রা ছিল। তবে সময়মতো বৃষ্টি ও বন্যামুক্ত হওয়ায় ২২ হাজার ৪২৪ হেক্টর জমিতে কৃষকরা বীজতলা তৈরি করতে সক্ষম হয়েছেন। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭ শতাংশ বেশি। বীজতলা তৈরিতে সিলেট জেলা এগিয়ে। ৭ হাজার ৫৬৩ হেক্টর লক্ষ্যমাত্রা থাকলেও বীজতলা হয়েছে ৮ হাজার ৩১৯ হেক্টরে। অগ্রগতি ১০ শতাংশ বেশি। মৌলভীবাজারে লক্ষ্যমাত্রার চেয়ে ২৩১ হেক্টর বেশি জমিতে, হবিগঞ্জে ১৫০ হেক্টর বেশি এবং সুনামগঞ্জে ২২৩ হেক্টর বেশি বীজতলা তৈরি করেছেন কৃষকরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close