নিজস্ব প্রতিবেদক

  ১৩ সেপ্টেম্বর, ২০২১

টানা ৮ দিন উত্থানের পর পুঁজিবাজারে সূচকের পতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। টানা আট কার্যদিবস পর ডিএসই ও সিএসইতে সূচকের পতন ঘটলো। এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

রবিবার ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচক ৫৬ দশমিক ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২০২ দশমিক শূন্য ৯ পয়েন্টে। এর আগে গত বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক ৭ হাজার ২৫৮ দশমিক ৪৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিল। একইভাবে ডিএসই-৩০ সূচক ৯ দশমিক শূন্য ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৩৮ দশমিক ১০ পয়েন্টে। পাশাপাশি ডিএসইএস সূচক ১৬ দশমিক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৭৫ দশমিক ৯৬ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ২৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। ডিএসইতে এদিন ২ হাজার ৬৯৬ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি টাকার বেশি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close