পঞ্চগড় প্রতিনিধি

  ১০ মে, ২০২১

বাংলাবান্ধা স্থলবন্দর

১২ দিনের জন্য আমদানি রপ্তানি বন্ধ

লাইলাতুল কদর ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আজ সোমবার থেকে ১২ দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ফলে ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে না। পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর ও পবিত্র শবেকদর উপলক্ষে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য সোমবার থেকে ২১ মে পর্যন্ত বন্ধ থাকবে। ২২ মে থেকে বন্দর কার্যক্রম যথারীতি চালু হবে। মেহেদী হাসান খান বাবলা বলেন, পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে নিয়মানুযায়ী সরকারি দপ্তরের সব কার্যক্রম চালু থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close