নিজস্ব প্রতিবেদক

  ০৭ জুলাই, ২০২০

নারী-পুরুষের মজুরি হবে সমান

শ্রমের বিনিময়ে নারী-পুরুষ সমান মজুরি পাবেন। এ লক্ষ্য সামনে রেখে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর (ডাইফ) চূড়ান্ত করেছে দশ বছর (২০২০-২০৩০) মেয়াদি জেন্ডার রোডম্যাপ প্রণয়নের কাজ। জেন্ডার রোডম্যাপের লক্ষ্য হচ্ছে কর্মক্ষেত্রে জেন্ডার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সহিংসতা রোধ এবং নারীর কার্যকর ক্ষমতায়ন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আরএমজি প্রকল্পের কারিগরি সহায়তায় এ রোডম্যাপ চূড়ান্ত করা হয়। গতকাল ডাইফ আয়োজিত ভিডিও কনফারেন্সে অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায় এসব তথ্য জানান। তিনি আরো বলেন, নারীদের প্রতি শোভন আচরণ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, নারী-পুরুষ সমান মজুরি, মাতৃত্বকল্যাণ সুবিধা, শিশুকক্ষ স্থাপন ইত্যাদি বিষয় দেখাশোনা করার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর দায়িত্বপ্রাপ্ত সংস্থা। শ্রম পরিদর্শকগণ পরিদর্শনকালে জেন্ডার বিষয়কে এখন আরো বেশি গুরুত্ব দিয়ে তদারকি করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close