বাণিজ্য ডেস্ক

  ১৬ আগস্ট, ২০১৮

ব্লক মার্কেটে ৫০ কোটি টাকা লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে গত মঙ্গলবার ৬ কোম্পানির লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণ ৫০ কোটি ৯৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল)। প্রতিষ্ঠানটির ২ কোটি ৩৭ লাখ ৬১ হাজার ২৫১ টি শেয়ার ৪৭ কোটি ২৮ লাখ টাকায় লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির ১ লাখ ২৮ হাজার শেয়ার ২ কোটি ১৭ লাখ টাকায় লেনদেন হয়েছে। গ্রামীণ ফোন লিমিটেড ব্লক মার্কেটে লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২৯ হাজার ৮৪৪ টি শেয়ার ১ কোটি ৭ লাখ টাকায় লেনদেন হয়েছে। এছাড়া ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে, এডভেন্ট ফার্মা। কোম্পানির ৪৯ হাজার ৫০০ শেয়ার ২০ লাখ টাকা, বিডি অটোকারসের ২ হাজার ৮০০ শেয়ার ১২ লাখ টাকা, সালভো কেমিক্যালের ৪০ হাজার শেয়ার ১১ লাখ টাকায় লেনদেন হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close