নিজস্ব প্রতিবেদক

  ০৮ জুলাই, ২০১৮

বিদায়ী অর্থবছরে ১৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে

সদ্য বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরে প্রায় ১৫ বিলিয়ন (১ হাজার ৫০০ কোটি) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যেটি আগের বছরের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি। এই অঙ্ক বাংলাদেশের ইতিহাসে আসা এক অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে ২০১৪-১৫ অর্থবছরে ১৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, স্থানীয় বাজারে ডলারের তেজিভাব এবং হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের কারণে রেমিট্যান্স বেড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। জিডিপিতে এর অবদান প্রায় ১২ শতাংশ। বাংলাদেশ ব্যাংক গত সোমবার রেমিট্যান্সের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, ৩০ জুন শেষ হওয়া ২০১৭-১৮ অর্থবছরের বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী ১ কোটি প্রবাসী ১ হাজার ৪৯৮ কোটি (১৪ দশমিক ৯৮ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন। এই অঙ্ক গত অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৩ শতাংশ বেশি। ২০১৬-১৭ অর্থবছরে ১ হাজার ২৭৭ কোটি (১২ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। ২০১৪-১৫ অর্থবছরে রেকর্ড গড়ার পর ৩ বছর ধারাবাহিকভাবে রেমিট্যান্স কমছিল। তবে গত বছর জনশক্তি রফতানি বেড়ে যাওয়ায় রেমিট্যান্সেও তার প্রভাব পড়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist