নিজস্ব প্রতিবেদক

  ১০ জুন, ২০১৮

বীমার করপোরেট কর কমানোয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বীমা প্রতিনিধির কমিশনের ওপর ধার্য করা মূল্য সংযোজন কর তুলে দেওয়া এবং বীমা কোম্পানির করপোরেট করহার কমানোয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। গতকাল শনিবার সংগঠনটির সভাপতি শেখ কবির হোসেন স্বাক্ষরিত এক পাঠানো বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানানো হয়। এতে বলা হয়, ৭ জুন অর্থমন্ত্রী তার রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ এবং রেকর্ড সৃষ্টিকারী ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে সংসদে উপস্থাপন করেন। এই বাজেটে বীমা প্রতিনিধি কমিশনের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর তুলে নেওয়ায় এবং ব্যাংকের পাশাপাশি বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্স ২ দশমিক ৫ শতাংশ কমানো হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বিআইএর পক্ষ থেকে সভাপতি শেখ কবির হোসেন অভিনন্দন জানিয়েছেন। এতে আরো বলা হয়, অর্থমন্ত্রীর এ ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের অন্যতম দাবি বাস্তবায়িত হলো। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর এই বলিষ্ঠ সিদ্ধান্ত বীমা কোম্পানিগুলোকে উজ্জীবিত করেছে। আশা করা যায় বীমা কোম্পানিগুলো অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist