নিজস্ব প্রতিবেদক

  ২৩ এপ্রিল, ২০১৮

শিশু অপুষ্টির প্রকোপ এক তৃতীয়াংশ কমেছে

৯০-এর দশকের মাঝামাঝি থেকে বর্তমান সময়ে শিশু অপুষ্টির প্রকোপ এক তৃতীয়াংশ কমেছে। রক্তস্বল্পতার মতো বিকাশরোধী এবং মাইক্রোনিউট্রেন্টের অপুষ্টিজনিত রোগ কিশোর-কিশোরীদের জন্য স্বাস্থ্যগত উদ্বেগের একটি বড় কারণ। সম্মিলিতভাবে অপুষ্টি মোকাবিলায় যুবকদের কেন্দ্র করে জাতীয় পুষ্টি সপ্তাহের সূচনামূলক অনুষ্ঠান হিসেবে নিউট্রিশন অলিম্পিয়ার্ড ২০১৮ ‘একটি সুস্থ জাতির জন্য যুবকের ক্ষমতায়ন এবং পুষ্টি’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। গত শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউট্রিশন অলি¤িপয়ার্ড-২০১৮ হচ্ছে তরুণ ও যুব সমাজের নিজ নিজ বিদ্যালয়ের নিউট্রিশন ক্লাবের উন্নতি প্রদর্শনের বার্ষিক প্রতিযোগিতা এবং অপুষ্টি দূরীকরণের লক্ষ্যে খাদ্যাভ্যাসের উন্নতি সাধনে নিজ জ্ঞান, মেধা ও প্রতিভা প্রতিষ্ঠা করার দ্বিতীয় পর্ব। এই অনুষ্ঠানটি ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এবং ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) আর্থিক সহযোগিতায় যৌথভাবে সংগঠিত হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি), খাদ্য মন্ত্রণালয় এবং ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের (এফএও) বাস্তবায়িত প্রজেক্টÑ মিটিং দি আন্ডার নিউট্রিশন চ্যালেঞ্জের সমন্বয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist