তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ২৬ মে, ২০২২

মেসেঞ্জারে ভ্যানিশ মোড ব্যবহার করবেন যেভাবে

মেসেঞ্জারে ভ্যানিশ মোড সুবিধা ব্যবহার করে পাঠানো বার্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যায়। অর্থাৎ প্রাপক দেখলেই নির্দিষ্ট সময় পর বার্তা মুছে যাবে। তবে এ জন্য অবশ্যই বার্তা পাঠানোর আগে ভ্যানিশ মোড সুবিধা চালু করতে হবে।

ভ্যানিশ মোড কার্যকর করার জন্য মুঠোফোনে মেসেঞ্জার অ্যাপ চালু করে যে ব্যক্তির সঙ্গে বার্তা বিনিময় করতে চান, তার প্রোফাইল ছবির ওপর ট্যাপ করতে হবে। এবার নতুন একটি পেজে কথোপকথন নিয়ন্ত্রণের বিভিন্ন অপশন দেখা যাবে। অপশনগুলো থেকে Privacy বিভাগের নিচে থাকা Vanish mode নির্বাচন বা ট্যাপ করে Ok করলে ভ্যানিশ মোড স্ক্রিন দেখা যাবে। স্ক্রিনটিতে লেখা বার্তা প্রাপক দেখার পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ভ্যানিশ মোড কাজে লাগিয়ে গ্রুপ চ্যাট, ভিডিও এবং অডিও কল করা যাবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close