তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ০৩ আগস্ট, ২০২১

এলজি দ. কোরিয়ায় আইফোন ও অ্যাপল পণ্য বিক্রি করবে

কিছুদিন আগেই স্মার্টফোন ব্যবসা থেকে সরে এসেছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি। শোনা যাচ্ছে, আগামী মাস থেকে দক্ষিণ কোরিয়ায় নিজ বিক্রয়কেন্দ্রগুলোতে আইফোন বিক্রি করবে প্রতিষ্ঠানটি।

শুধু আইফোন-ই নয়, অন্যান্য অ্যাপল পণ্যও মিলবে এলজি বিক্রয়কেন্দ্রে। এত দিন এ কাজ করতে পারেনি এলজি। মূল ঘটনা জানতে পেছনে ফিরতে হবে খানিকটা। ২০১৮ সালে স্যামসাং ও এলজি একমত হয়েছিল যে, তারা শুধু নিজেদের বিক্রয়কেন্দ্রে নিজ নিজ ফোন বিক্রয় করবে। এরপর অবশ্য একবার এলজি ভেবেছিল আইফোন বিক্রির কথা। কিন্তু স্যামসাং ও দেশটির অন্যান্য স্মার্টফোন বিক্রেতাদের বাণিজ্য সংস্থার চাপের মুখে তা আর করতে পারেনি প্রতিষ্ঠানটি। এখন আর ফোন বানাচ্ছে না এলজি। বাণিজ্য সংস্থার সঙ্গেও নতুন চুক্তিতে এসেছে প্রতিষ্ঠানটি। ফলে আইফোন বিক্রিতে আর কোনো বাধা থাকছে না। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, দক্ষিণ কোরিয়ায় এলজির ৪০০ বিক্রয়কেন্দ্র রয়েছে, ফলে প্রতিষ্ঠানটির আইফোন বিক্রি আখেরে অ্যাপলের জন্য উল্লেখযোগ্য একটি ভূমিকা রাখতে পারে। শুধু আইফোন-ই নয়, অ্যাপল ওয়াচের মতো অন্যান্য অ্যাপল পণ্যও কেনা যাবে এলজি বিক্রয়কেন্দ্র থেকে। ঘটনা সত্যি হলে, স্যামসাংয়ের জন্য বিষয়টি সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এলজি নিজেদের স্মার্টফোন ব্যবসা থেকে সরে আসার পর স্থানীয় বাজার প্রায় পুরোটাই ধরে রেখেছিল স্যামসাং। ধারণা করা হচ্ছে, স্মার্টফোন ব্যবসা থেকে সরে আসার ঘোষণা দেওয়ার পরপরই এলজি বিক্রয়কেন্দ্রে আইফোন বিক্রি করা নিয়ে আলোচনায় বসেছিল অ্যাপল-এলজি। বর্তমানে এলজি স্মার্টফোন মালিকদের ফোন বিনিময় সুবিধায় ১৩৫ ডলার পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং ও অ্যাপল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close