reporterঅনলাইন ডেস্ক
  ০৮ মার্চ, ২০২৪

সংবাদ

সাঁকো বর্ষসেরা পুরস্কার পেলেন ২৬ কবি ও সাংবাদিক

অনলাইনভিত্তিক সংগঠন সাঁকো ২১-এর বর্ষসেরা পুরস্কার-২০২৩ পেলেন ২০ কবি ও সাহিত্যিক। গত ২ মার্চ, শনিবার সন্ধ্যায় রাজধানীর বিআইডব্লিউটিএ অফিসার্স ক্লাব মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ কে এম মতিউর রহমান।

৮টি ক্যাটাগরিতে ২০ জনকে ‘সাঁকো বর্ষসেরা পুরস্কার’ দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কবিতা বিভাগে মুকুল ম্রিয়মান, তারিক আনোয়ার, দীপক চন্দ্র রায়, ছড়া বিভাগে মিলু চৌধুরী, নান্টু বড়ুয়া ও জোহরা খাতুন পুরস্কার লাভ করেন। গল্প বিভাগে নুশরাত রুমু, আদ্রিতা সরকার ও আরিক রাইয়ান, প্রবন্ধ বিভাগে জান্নাতি কবিতা, সাবিনা ফেরদৌসী, আরজু আহমেদ নোমানী সাঁকো বর্ষসেরা পুরস্কার লাভ করেন। আবৃত্তি বিভাগে জাকিয়া করিম মৌসুমী, রিক্তা মণ্ডল, নাদিরা মোস্তারী শিখা ও কবিতা (বিদেশ) বিভাগে মিঠুন চক্রবর্তী (ভারত), প্রতিমা রায় বিশ্বাস (ভারত) ও গার্গী ব্যানার্জী (ভারত) সাঁকো বর্ষসেরা পুরস্কার লাভ করেন। এ ছাড়া সেরা পাঠক হিসেবে হাবিবুল্লাহ বাহার ও সেরা সমালোচক হিসেবে শাহনাজ পারভীন ঋতু সাঁকো বর্ষসেরা পুরস্কার লাভ করেন।

এ ছাড়া লেখক সৃষ্টির কারিগর হিসেবে ছয়জন সম্পাদককেও সম্মাননা দেওয়া হয়। এদের মধ্যে ছিলেন কালের কণ্ঠের সাহিত্য সম্পাদক মাসুদ হাসান, কালবেলার সাহিত্য সম্পাদক সঞ্জয় ঘোষ, একাত্তর টেলিভিশনের জেষ্ঠ্য প্রতিবেদক মুজাহিরুল হক রুমেল, আনন্দ লহরীর সম্পাদক জাহিদ সুলতান, সমতটের কাগজের সম্পাদক জামাল উদ্দিন দামাল ও দিনের শেষে সম্পাদক ফিরোজ আহমেদ বাবলু।

সাঁকো ২১-এর সভাপতি মো. ইকবাল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রিলু রিয়াজ, নাবিলা ও অনুপ পোদ্দার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close