reporterঅনলাইন ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি, ২০২৪

মাসউদুর রহমান খান

অনাহূত দৃশ্যের বায়োস্কোপ

প্রজাপতি হয়ে ভাবনার আকাশে ওড়া,

দূরের চোখে ভাসে বায়োস্কোপের ঝাঁপি।

নানা রঙের গল্প নিয়ে ক্রমাগত পরিবর্তন হয়

দৃশ্যপট। অজস্র স্থির রোমান্টিক সিন।

প্রত্যাশিত আচমকাকে হার মানিয়ে

এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্যের সামনে,

যা প্রদর্শিত হয়নি বলেই-

টিকে আছে কোনো এক রমিলার সংসার!

রাক্ষুসে প্রেম, সমাজ (অ)সভ্যতার রঙিন মোড়ক,

ওসব তাই না দেখাই শ্রেয়।

অনাহূত দৃশ্যের বায়োস্কোপ,

আরো দূরেই থাকো, স্বপ্নেও এসো না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close