
২৫ নভেম্বর, ২০২২
কাউসার মাহমুদ
গান

কখনো একটা গান আর তার সুর এমনই বিধুর লাগে
যেন শান্ত দুপুর ভেঙে ক্রন্দন আচমকা জেগে ওঠে
মনে হয়, স্মরণের যত বেদনা আছে, যা-কিছু ব্যথিত করে
সবকিছু এতে বিদ্যমান; কারুকাজে ফুটে আছে।
তেমনই একটা গান কোথা থেকে ভেসে আসছে বুঝি
সামান্য রোদ নিয়ে স্নিগ্ধ নদীর কিনারে বসে আছি
ভাষা লোপ পেলে যেমন হয় তেমনই-
তবু যেন পাখির নির্বাক নিয়ে কেঁপে কেঁপে উঠছি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন