
২৩ সেপ্টেম্বর, ২০২২
দিলীপ কির্ত্তুনিয়া
কবির কাছ থেকে

কবির কাছ থেকে মাঝরাতে কবিতা আশা করি।
না কৃষাণ না শ্রমিক আর কারো কাছ থেকে আশা করি না।
ওরা এ সময় গভীর ঘুমে ঘুমিয়ে থাক।
কবির কাছ থেকে সাঁঝবেলা কবিতা আশা করি।
অস্তগামী সূর্যকে কবি রাখুক ধরে।
না পাখি না নৌকো আর কারো কাছ থেকে
আশা করি না। ওরা এ সময় যাক ফিরে ঘরে- আপন আলয়ে
কবির ফেরা চলে না।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন