reporterঅনলাইন ডেস্ক
  ০১ জুলাই, ২০২২

এ কিউ এম আবু জাফর

মনের কথা মনের লেখা

চলার পথে মনের সঙ্গে

যখন দেখা হয়

অনেক কিছু লেখার জন্য

আমারে সে কয়।

মনের কথায় কান দেব না

যখন করি পণ

বুকের ভেতর উঁকিঝুঁকি

মারে আমার মন।

মন আমারে লিখতে বলে

স্থির নাহি সে থাকে

একটুখানি লিখতে দিয়ে

দৌড় মারে এক ফাঁকে।

ধরাধরি, টানাটানি

কত্তো করা যায়

তবু ভাবি, এ-সমাজে

লেখা আমার দায়।

চিন্তা করো শান্ত হয়ে

সুদূর হতে দেখো

তোমার মনের হাজার কথা

খাতার পাতায় লেখো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close