reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুন, ২০২২

সৈয়দ আনোয়ার রেজা

ঊর্ধ্বগতির এই বাজারে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে পুরো সংসারটাই

চলেছে গরু গাড়ির চাকার মতো গড়গড়িয়ে

ক্লান্ত জীর্ণ সুরুজ মিঞা কাঁরধ একটা পুঁটলি নিয়ে

ঘরের চৌকাঠে পা ফেলতেই শরীর কেঁপে উঠে প্রলয়ে।

যেন আপাদমস্ত ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে

দীর্ঘদিন থেকেই জীর্ণশীর্ণ শরীর নিয়ে চলছে

জীবনের চাকা আজকাল যেন একটু বেশি গতিহারা

সুরুজ মিঞা ভালো থাকে কী করে, মেটেঘর শূন্য।

পেটে জ্বালা যন্ত্রণা, উনুনে ফুটছে পানি বাজারে আগুন

বেগতিক জীবনের সুরাহা কার কাছে দর্শাবে সুরুজ।

বিভীষিকা চারপাশে মাঝে মাঝে আঁকে কঙ্কাল ছবি!

বুঝতে দিই না কাউকে যাবতীয় শরীর বৃত্তের অবসাদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close