reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুন, ২০২২

এনাম রাজু

জল ও জলের দ্বন্দ্ব

বৃষ্টি পড়ে টাপুরটুপুর বৃষ্টি ঝরে চোখে। চারদিক জল থইথই

মরছে মানুষ শোকে। জলের স্রোতে মন ভেঙে যায়, ভাঙে স্বপ্নসাজ

খাবার জলের অভাব দেখে কাঁদছে সবাই আজ। সেই কান্নায়ও জল

ঝরে তবু জলের অভাব খুব, জলের সঙ্গে জলের দ্বন্দ্বে কেউ ফায়দা

লুটায় খুব। মরলে মানুষ মানুষ হাসবে এটাই নিয়তি। নইলে তো

ভাই কাফন ব্যবসার ঘটে যাবে ইতি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close