সবুজ আহমেদ

  ২৭ আগস্ট, ২০২১

জীবন নামের জলাধার

কালের গহ্বরে হারায় জীবনের জলাধার-

একসময়ের রঙিন বর্ণহীন হয়ে, হয়ে যায় ধূসর

নিঃশ্বাস শেষ তো মনের মেরুপথও ফুরায়;

চোখ বুঁজলে সমাপ্তি মুহূর্তে চোরাবালি স্মৃতি

তাই অনন্ত বেঁচে থাকার অভিপ্রায় প্রমাণিত ভুল

যতদিন বাঁচি স্রষ্টার দরবারে শুকরিয়া সেজদা দেয়া চাই।

পেছনে তাকালে দেখি কত আমির-ফকির মৃত্যু সুধা পান করে...

সময়ের স্রোতে প্রিয়মুখগুলো সাড়া দিয়ে চলে গেছে রবের জিম্মায়

রেখে গেছে দগদগে দাগ, পিছপা ছাপ আর স্মৃতিভর্তি সাদাকালো বৈয়াম

যে দমের দম্ভে পা ফেলেনি মাটিতে তার জায়গাও সাড়ে তিনহাত।

কর্পুর, তুলা, কাফনের কাপড় যে সাদা ভুলে যায় অনেকে

মানুষ ভাবে আপন সুষমা অবয়ব?

দেখো এই মেঘ হয়ে ছেয়ে যাওয়া আর্দ্র আকাশ

কী করে অসীম ছুঁয়ে খুঁটিহীনা নিশ্চুপ দাঁড়িয়ে আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close