দিলীপ কির্তুনিয়া

  ৩০ জুলাই, ২০২১

তোমার মৃত্যুতে

(কবি অরুণ দাশগুপ্তকে নিবেদিত)

তোমার মৃত্যুতে একটা দেয়াল উঠে দাঁড়াল

তার মানে তুমি এই পর্যন্ত।

দেয়ালের ওপাশে তুমি নেই

এপাশে তুমি বিস্তৃত।

এপাশে তুমি আলোকচক্ষু ফিরে দেখা

এপাশে নেই কোনো সীমানা রেখা।

এপাশের ময়দানে দাঁড়িয়ে তোমাকে দেখছি

তুমি অতলস্পর্শী।

তুমি রেখে গেছো

ফসলে ফসলে ভরা সবুজ ধানের খেত।

চিরঞ্জীব বড় বড় বৃক্ষের অষ্ট প্রহর ঘ্রাণ।

রেখে গেছো চিন্তাশীলতা, কর্মের স্বাক্ষর

সুমধুর কথা ও গান।

তুমি রেখে গেছো একটা আদর্শ

একটা পাঠশালা, চেতনা অনুপম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close