আরিফ মঈনুদ্দীন

  ০৯ জুলাই, ২০২১

বৃষ্টিভেজা তুমি

নন্দনতত্ত্বে হাত রেখেছি

উঠে আসছে নৈপুণ্য

নিপুণশিল্পের ঘরে জমজমাট আড্ডা

কেউ আর বাকি নেই

সুন্দরের ষোলোকলায় ভর করে এসেছে সবাই

আমি যাকে শিল্প বলি

আমি যাকে সুন্দর বলি

আমি যাকে কাব্য বলি

আমার চোখের তারায় জ্বলজ্বলে এক স্বপ্ন এসে

এঁকে দেয় মাধুরী মাদকতার শেষ বিন্দু

মৃদু বাতাসে অলংকারের মতন কাঁপছে তিরতির।

এই মাত্র যে আশীর্বাদ বৃষ্টি হয়ে ভিজিয়েছে তোমাকে

তার পায়ে নৈবেদ্য ঢেলে

আমি তাকিয়েছি তোমার চোখে-মুখে সারা অবয়বে

মাথার ভেজা মেঘ থেকে টুপটাপ ঝরছে সুন্দর

সিক্ত গোলাপি অম্বর থেকে চুঁয়ে চুঁয়ে পড়ছে সুন্দর

সারা অঙ্গে গড়িয়ে পড়া সুন্দরে ঝলমল করছে

ছাপ্পান্ন হাজার বর্গমাইল আমার প্রাণের মানচিত্র

এত মোহময় এত উচ্ছ্বাস শুধু তোমার জন্য

গোলাপের সঙ্গে সারি বেঁধে ফুটেছে বাগানের সব ফুল

যেমন ফুটেছো তুমি

তোমাকে যে ফুটিয়েছে

বৃষ্টিভেজা তুমি কোন শিল্পীর তুলিতে এই মহান শিল্পকর্ম

আমার ভেতরের চোখ অপলক তার দিকে এখন

সিক্ত অম্বরে চিরসুন্দরের সে কী আয়োজন!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close