আলমগীর খোরশেদ

  ২৫ জুন, ২০২১

বর্ষার আগমন

মধুমাস জ্যৈষ্ঠ

হয়েছে সমাপন,

মৌসুমি বায়ু বয়ে

বৃষ্টির আলাপন।

ঘনঘটা মেঘের

মাথা উঁচিয়ে তাকায় কলাবতী,

ভেজা জুঁই, টগর, কাঠগোলাপ

কামিনীর মিনতি।

অঝোরে ঝরে

কেঁদে ওঠে বৃষ্টি,

বকুল, চালতার সুবাস

লাগে বড় মিষ্টি।

রুদ্র দহন শেষে

এলো বর্ষার প্রথম দিন,

খোঁপায় কদম গুঁজে

করে রাখো ঋণ।

তৃষ্ণায় কাতর প্রাণ

পাবে বুঝি স্পন্দন,

আকাশের গোমড়া মুখ

বর্ষার আগমন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close