রানাকুমার সিংহ

  ২৪ জুলাই, ২০২০

বৃষ্টি, কেবল বিরহ

অকস্মাৎ বৃষ্টি এলো শহরে

বারান্দায় বসে বসে দেখি প্রকৃতির ভেজা চুল, যেন

মৌন তরুণীর স্নান শেষের রূপের আভিজাত্য!

যে চুলের ভেজা অবয়ব হাজার হাজার বছরের সন্ন্যাস-পতন ঘটায়!

মুখোমুখি দাঁড় করায় প্রেম অথবা পতনের

বৃষ্টির প্রেমে ডুবে যেতে যেতে, বজ্রের কথা ভুলে যাই!

উন্মত্ত বিরহী প্রেমিকের মতো প্রতিশোধের আগুনে জ্বলে

জ্বালাতে চায় তাবৎ সংসার!

বৃষ্টি এক অধরা প্রেমিকা

একফোঁটা চুমু দিয়ে মিশে যায় অন্তরালে

কেবলই প্রেম অথবা বিরহ, প্রচ্ছদে দুফোঁটা জল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close