মামুন মুস্তাফা

  ২৮ জুন, ২০১৯

অনুপস্থিতি

দুর্লভ চিত্রের সমাহারে আগুনঝরা সকাল

খবরের সঙ্গমে মিশে আছে রটনা যত

ছুঁয়ে গেছে তোমাদের মন, আমাদের

মানসিকতাÑ কাহিনি কী দীর্ঘ হয়নি?

তৃতীয় উদ্যাপনে ভেঙে পড়ে জল

আর ডাঙার জীব; ওহ্ মানুষ, খুলে

দাও বুকের পাঁজর, তবুও অনুপস্থিতি!

সীমানার বাইরে দাঁড়িয়ে এখনোÑ

পথিকপথিক গন্ধ নিয়ে কারা যেন

পেতেছে সড়কে বিবাহবাসর? দেখ,

প্রিয় মানবীর অসুস্থ শিরার মতো

জেগে থাকে দীর্ঘ এই করুণ প্রহর।

ঘেমে ওঠা গ্রীষ্মের শহর!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close