তাহমিনা শিল্পী

  ২১ জুন, ২০১৯

যৌবনবতী মেঘের অপেক্ষা

এবার নোঙ্র তুলে নিলাম, মেলে দিলাম মনের ডানা!

এখন রোজ সকাল হলে সমুদ্দুর দেখতে যাই।

পরিযায়ী স্বপ্নগুলো একে একে তীরে ফিরে,

ঢেউয়ের পরে ঢেউ সাজিয়ে খেয়ালমতো বানাই বালির ভেলা।

সৈকতের হাওয়া লেগে ঝনঝন বেজে ওঠে ঝাউবন,

অযথা কিচিরমিচির করে গাঙচিলেরা।

জল ছিটিয়ে সাঁতার কাটে ক্ষুধার্ত হাঙরের দল।

ঢেউয়ে মিশে লাশ ভেসে এলেও শুদ্ধতার গায়ে গ্লানি জমে না।

কুন্দফুলের গন্ধ শুঁকে কোথায় যেন ছুটে যায় উদাসী মন!

বালুতটে মাথা নিচু করে হেঁটে চলি বেলা-অবেলা,

হাঁটুজল ছুঁঁয়ে যায় ঘোর, সে তো মন্দ না।

ওপাড়ে তেপান্তর! দৃষ্টি যে আর চলে না!

পশ্চিমাকাশে জমে উঠেছে থোকা থোকা কিশোরী মেঘ।

যার যৌবনবতী হবার অপেক্ষায় বৃষ্টির ঝিরিজল।

অবাধ্য ঢেউয়ের শুভ্র কেশর

ভাসিয়ে নেবে মনের যত বিষাদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close