কলকাতা প্রতিনিধি

  ২২ মার্চ, ২০২০

জনগণনা পিছিয়ে দিতে পারে ভারত

করোনাভাইরাস সংক্রমণের আতঙ্ক সারা দেশে যে হারে ছড়িয়েছে, সেই পরিস্থিতিতে এনপিআর আপডেট এবং জনগণনা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে মোদি সরকার। এনপিআর কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল দিল্লি, আন্দামান-নিকোবার দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ এবং মেঘালয়ে। ১ এপ্রিল ২০২১ জনগণনা এবং এনপিআরের তথ্য সংগ্রহের সূচনা হওয়ার কথা ছিল। জানা যাচ্ছে, এরই মধ্যে সব রাজ্য থেকে কেন্দ্রের কাছে লিখিত অনুরোধও করা হয়েছে যাতে করোনায় এই সংকটজনক পরিস্থিতিতে জাতীয় জনগণনা পিছিয়ে দেওয়া হয়। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বলেছেন, এই মুহূর্তে রাজ্যের প্রশাসন কোভিড-১৯ প্রতিরোধে ব্যস্ত। তাই তার পরামর্শ জনগণনা যে নির্ধারিত সময়সূচি রয়েছে তা যেন পিছিয়ে দেওয়া হয়। যদিও এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা কোনো সরকারি মন্তব্য করেননি, তবে সূত্রের খবর আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে জনসংখ্যা জরিপ বা এনপিআরের কাজ পিছালেও ২০২০ সালের সেপ্টেম্বরের ডেডলাইনের মধ্যেই তা মিটিয়ে ফেলা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close