reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি, ২০২৪

শহরালির কড়চা

এই বাজারে যায় না টেকা

জিনিসপত্রের দামে,

পকেটভর্তি টাকা নিয়েও

কপাল ভরে ঘামে।

টাকার কোনো নেই যে মূল্য

চরম গরম বাজার,

কোনো কিছুর দাম ছাড়ে না

বললে কথা হাজার।

রেগেমেগে গিন্নির প্যাঁচাল

সহ্য করা যায় না,

একটার যদি কম পড়ে যায়

অন্যকিছুর বায়না।

খেটেখুটে দেখছি এবার

জীবন যাবে চলে,

আর পারি না গেল বুঝি

সবই রসাতলে।

গোলকধাঁধায় জীবনযাপন

যখন যেমন দশা,

খাচ্ছি-দাচ্ছি চলছি-ফিরছি

করছি ওঠাবসা।

* নকুল শর্ম্মা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close