reporterঅনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি, ২০২১

বাবুল আনোয়ার

শুক্লপক্ষ রাতে

কোন এক শুক্লপক্ষ রাতে বৃষ্টির অবিরাম

শব্দের ভেতর চলে যাবো মেঘের ওপারে

ফেরা হবে না আর নক্ষত্রের উষ্ণতায়

দেখা হবে না পৌষের হিমেল সন্ধ্যায়

মেলাবরের মাঠে বিজন অনুরাগে

যে শরীর ছুঁয়েছে জোছনার ঘ্রাণ

মৃত্তিকার গানে মুগ্ধ অম্লান হৃদয়

অসীম তৃষ্ণায় ভেজা একজোড়া চোখ

স্বপ্নের মতো মৃদু খোলা হাওয়ার দিন

দেহ মন ছুঁয়ে আদিগন্ত হেঁটে চলা পথ

জানাবে বিদায় অরিন্দম কালের হাওয়ায়

একদিন শুক্লপক্ষ রাতে বৃষ্টির কলস্বরে

নীরবে পাড়ি দেবো অন্তহীন জলধির পাড়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close