সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২৬ মে, ২০২৪

কামারখন্দে জমে উঠেছে প্রচার

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সিরাজগঞ্জের কামারখন্দে জমে উঠেছে প্রচার। ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে। বিভিন্ন গ্রাম, রাস্তাঘাট, দোকানপাট ও চা স্টলে চলছে নির্বাচনী আলোচনা। তাছাড়া র‌্যালি ও প্রচার জমজমাট হয়ে উঠেছে। প্রার্থীরা ঘুরছে ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীরা দিয়ে চলেছে বিভিন্ন উন্নয়নের আশ্বাস।

জানা যায়, আগামী ৫ জুন ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় গত সোমবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৪, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন।

ঠাকুরজীপাড়া গ্রামের ভোটার আব্দুস সাত্তার জানান, যার মাধ্যমে এলাকার উন্নয়ন হবে তাকেই ভোট দেব। রসুলপুর গ্রামের বয়োবৃদ্ধা ভোটার সকিনা বেওয়া বলেন, ‘ভোটের সময় মেলা কুটুম আইসে, আমাক কাট কইরা দিবার চাছিলো-দেয় নাই। বোটও কাহুক দিমু না দেক কেবা ঠেকে।’

কামারখন্দে সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোটের আশা ব্যক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা বলেন, ‘আগামী ৫ জুন ভোট ইভিইএমে হবে। এবারের ভোটার সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৮২ জন। এদের মধ্যে নারী ভোটার ৫০ হাজার ৬৬০ জন এবং পুরুষ ভোটার ৫২ হাজার ২২ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close