মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

  ২২ এপ্রিল, ২০২৪

গ্রাহকের নামে ভুয়া ঋণ দেখিয়ে অর্থ আত্মসাৎ

মুরাদনগরে অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে গ্রাহকের নামে ভুয়া অংকের ঋণ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এনজিও কর্মকর্তা ইয়াসিন আলীর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল রবিবার সকালে সোস্যাল ডেভেলাপমেন্ট এসোসিয়েশন (এসডিএ) এনজিও কার্যালয়ে গিয়ে হয়রানির বিচার দাবি করেন ঋনের টাকা আত্মসাত হওয়া গ্রাহকরা।

এর আগে এসডিএ’র সিনিয়র এরিয়া ম্যানেজার আবু মুসা বাদী হয়ে গত ১ এপ্রিল মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত কর্মকর্তা ইয়াসিন আলী এসডিএ’র মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ শাখায় ম্যানেজার (শাখা ব্যবস্থাপক) হিসেবে কর্মরত আছেন। তিনি রাজশাহী জেলার সাওমখদুম উপজেলার বাগানপাড়া গ্রামের বাসিন্দা।

গতকাল এসডিএ এর গ্রাহক রোজিনা আক্তার বলেন, ‘স্যারে আমারে ৮০ হাজার টাকা লোন দিবো কইয়া কাগজপত্রে সাইন দেওয়ার পরে আমারে ৩০ হাজার টাকা দিয়া বলছে বাকী টাকা পরে দিবো। আমি এখন আর টাকা পাচ্ছি না।’

অপর গ্রাহক মোরশেদা বেগমের স্বামী আনিছ মিয়া বলেন, ‘আমাদের নামে এক লাখ টাকা ঋণের ফাইল করছে। আমাদেরকে দিছে মাত্র ২০ হাজার টাকা। বাকি ৮০ হাজার টাকা আজও পাইনি। প্রতিদিন অফিসে এসেও ম্যানেজার স্যারের দেখা পাই না। আমরা এর সমাধান চাই।’

এরিয়া ম্যানেজার আবু মুসা বলেন, এসডিএ ১০ বছর ধরে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সচ্ছতার সঙ্গে সমিতির মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এনজিও’র কোম্পানীগঞ্জ নগরপাড় শাখায় ৬ মাস পূর্বে ম্যানেজার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন ইয়াছিন আলী। এ শাখায় যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। গ্রাহকদের নামে বড় অংকের ঋন দেখিয়ে কিছু টাকা গ্রাহককে দিয়ে বাকী টাকা নিজেই লোপাট করেছেন। এছাড়া গ্রাহকদের থেকে কিস্তির মাধ্যমে টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন। সব মিলিয়ে ৭ লাখ ৫৬ হাজার ৫০৪ টাকা লোপাট করার অভিযোগ উঠেছে ওই ম্যানেজারের বিরুদ্ধে।

এদিকে অভিযুক্ত ম্যানেজার ইয়াছির আলী বলেন, ‘এই অনিয়মের সঙ্গে আমি জড়িত নই। মাঠ পর্যায়ের কর্মীরা টাকা বাকি রেখেছে। গ্রাহকরা সবাই ঋণের পুরো টাকা পেয়েছে তদন্ত করলেই সত্যতা পাওয়া যাবে।’

অভিযোগের তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম হোসেন বলেন, অভিযোগের বিষয়ে উভয়পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close