চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে

ভাতা ও বোনাসের দাবিতে বিদ্যুৎ শ্রমিকদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ বিদ্যুৎ অফিসের কর্মচারীরা বিশেষ ভাতা ও বোনাসের দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল সোমবার সকালে জেলার নর্দান ইলেকট্রিসিটি সাপ¬াই কোম্পানি পিএলসি (নেসকো) নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ মানববন্ধনের আয়োজন করে নেসকো বিদ্যুৎ শ্রমিকলীগ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ বিশেষ ভাতা বরাদ্দ করেছেন বর্তমান সরকার। এ ভাতার টাকা অন্য প্রতিষ্ঠানের কর্মচারীরা পেলেও শুধু নেসকোর কর্মচারীরা পাননি। এ ছাড়া মন্ত্রণালয় থেকে পূর্ণাঙ্গ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-এপিএ বোনাস দেওয়ার কথা থাকলেও বিদ্যুৎ অফিসের কর্মচারীরা তাও পাননি। পূর্ণাঙ্গ এপিএ ভাতার দাবি করেন তারা।

জানা যায়, আজ মঙ্গলবার একই দাবিতে মানববন্ধন করবেন বিদ্যুৎ অফিসের কর্মচারীরা। দাবি পূরণ না হলে আগামীকাল (২৪ জানুয়ারি) নেসকো নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সামনে কর্মবিরতি পালন করবেন তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close