বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০২৪

বড়াইগ্রামে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫

নাটোরের বড়াইগ্রামে ভলিবল খেলাকে কেন্দ্র করে কয়েন ও ধানাইদহ নামে দুুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ৫জন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় পাল্টাপাল্টি হামলাসহ দেশী অস্ত্রের মহড়া।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, পাঁচবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে ভলিবল খেলাকে কেন্দ্র করে ধানাইদহ গ্রামের উকিল আলীর ছেলে মিল্টন হোসেন ও কয়েন গ্রামের রবিউলের ছেলে আজিজুল ইসলামের দ্বন্দ হয়। পরে উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা হয়। পরবর্তীতে কয়েন গ্রামের লোকজন সঙ্গবদ্ধ হলে অন্য দিকে ধানাইদহ গ্রামবাসীও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। পরে বড়াইগ্রাম থানা পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) বোরহান উদ্দিন মিঠু গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, উভয় পক্ষকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close