রাজশাহী ব্যুরো

  ০৫ জুন, ২০২৩

পরিবেশ দিবসে বক্তারা

নদীর বুকে নগর তৈরির পরিকল্পনা আত্মঘাতী

‘উন্নয়ন পরিকল্পনায় সাধারণ মানুষের অংশ গ্রহণ না থাকায় কংক্রিটের জঞ্জাল তৈরি হচ্ছে। উন্নয়নের নামে নদী দখলের পরিকল্পনা হচ্ছে। নীতি নির্ধারকেরা নদীর প্রস্থ কমিয়ে আনার নানা পরিকল্পনা করছেন। নদী বক্ষে নগর তৈরির পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যা আত্মঘাতি পরিকল্পনা। এসব নদী মেরে ফেলার পায়তারা। একই সাথে জীব বৈচিত্র ধ্বংশের আয়োজন চলছে।’ রবিবার (৪ জুন) বেলা ১১টার দিকে ৫০তম বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী নগরীর অলকার মোড়ে রিক্সা র‌্যালি ও গণসমাবেশে বক্তারা এসব কথা বলেন।

পরিবর্তন রাজশাহী, বাংলাদেশ বৈদেশিক কর্ম বিষয়ক কর্মজোট (বিডাব্লুজিইডি) উপকুলীয় জীবন যাত্রা ও পরিবেশ বিষয়ক কর্মজোট এবং এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট এন্ড ডেভেলেপমেন্ট (এপিএমডিডি) মিলে এই ৪টি সংগঠনের আয়োজনে র‌্যালি ও সমাবেশে বক্তাব্য দেন নাগরীক নেতা রুলফাও পরিচালক আফজাল হোসেন, জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক লিগ্যাল অ্যাডভেকেট দিল সেতারা চুনি, পরিবর্তন পরিচালক রাশেদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close