reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মার্চ, ২০২৩

সংক্ষিপ্ত সংবাদ

সংবর্ধনা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (সহকারী জজ) পরীক্ষায় সেরাদের সেরা হওয়ায় আশিক উজ জামানকে সংবর্ধনা দিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সৈনিক কল্যাণ সংস্থা বোদা শাখা। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন সংস্থার কার্যলয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে আশিক উজ জামান তার মা ও বোনসহ পরিবার নিয়ে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সৈনিক কল্যাণ সংস্থার বোদা উপজেলা শাখার সভাপতি সাবেক সিনিয়ন ওয়ারেন্ট অফিসার আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাবেক সার্জেন্ট সফিউল আলম, সহসভাপতি সাবেক সার্জেন্ট মহসিন আলী, যগ্ম সাধারণ সম্পাদক সাবেক কর্পোরাল সহিদুল ইসলাম লিটন, ক্রীড়া সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।

মতবিনিময়

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না, রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন।

অগ্নিনির্বাপক মহড়া

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিনির্বাপক কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে তাড়াশ থানা পুলিশের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় মহড়া উদ্বোধন করেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. নুরে আলম, সহকারী পুলিশ পরিদর্শক মো. আব্দুস সালাম, মো. জিন্নাত, মো. মাসুদ রানা, তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ।

শোভাযাত্রা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক এনজিও এ সভার আয়োজন করে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের ফটক থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের কার্ডিওলজি বিভাগের ডা. ফয়সাল হাসান, মেডিসিন বিভাগের ডা. ইফতেখার আহমেদ, আরএমও ডা. সামছুল ইসলাম খান।

দুস্থদের সহায়তা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলা যুবলীগের সহসভাপতি আশরাফুল কামাল মিটুর ব্যক্তিগত অর্থায়নে এক হাজার দুস্থ মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার ওয়াহেদপুরে আশরাফুল কামাল মিটুর রাজনৈতিক কার্যালয়ে ইফতারসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অসচ্ছল মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতারসামগ্রী পৌঁছে দেন তিনি। ইফতারসামগ্রীর মধ্যে রয়েছে দুই কেজি ছোলা, দুই কেজি আলু, এক কেজি চিনি, এক কেজি মুড়ি, এক লিটার সয়াবিন তেল, আধা কেজি খেজুর। ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আলমগীর হোসাইন, যুবলীগ সহসভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী, নিজামপুর কলেজ ছাত্রলীগ নেতা শরীফ সবুজ, এমরান হোসাইন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close