বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী

  ২৫ জানুয়ারি, ২০২৩

রায়পুরা উপজেলা নির্বাচন ১৬ মার্চ

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ উপজেলার ১৬১ কেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ জানুয়ারি) রাতে নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা ও রায়পুরা উপজেলা পরিষদ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা আজারুল ইসলাম সাংবাদিকদের জানান, নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচি প্রকাশ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেকের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হলে উপ-নির্বাচন অনুষ্টিত হবে।

এদিকে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নৌকা প্রতীকের জন্য ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশীরা সামাজিক যোগাযোগ, বিলবোর্ড ও পোস্টার লাগিয়ে হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close