প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ আগস্ট, ২০২২

বোমা হামলাকারীদের বিচার দাবি

২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে হামলাকারীদের বিচারের দাবিতে নানান কর্মসূচি পালন করা হয়। বুধবার (১৭ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, কালো পতাকা মিছিল, আলোচনা সভা ও সমাবেশ করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

গাইবান্ধা : গাইবান্ধা একটি বিক্ষোভ মিছিল শেষে শহরের গানাসাস চত্বরে সমাবেশে বক্তব্য দেন সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, শহিদুল ইসলাম আবু, রণজিত বকসী সূর্য্য, পিয়ারুল ইসলাম, সাইফুল আলম সাকা, উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, মাহবুব আলম কোর্ট, অ্যাড. মহিবুল হক মোহন, পিপি অ্যাড. ফারুক আহমেদ প্রিন্স, আমিনুর জামান রিংকু, তানজিমুল ইসলাম জামিল, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, মোফাজ্জল হোসেন, ওমর ফারুক রুবেল, মো. কামাল হোসেন, সরদার মো. শাহীদ হাসান লোটন, শাহ আহসান হাবিব রাজিব, দীপক কুমার পাল, মোশাররফ হোসেন দুলাল, মোস্তাক আহমেদ রঞ্জু, মাহমুদা বেগম পারুল, আব্দুল লতিফ, মো. আসিফ সরকার, মোসাদ্দেক হোসেন মামুন প্রমুখ।

জমালপুর : জামালপুরে শহরের দয়াময়ী মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি। সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ পূর্ব শাখার আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

রাজবাড়ী : রাজবাড়ীতে সদর ও পৌর আওয়ামী যুবলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন শিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরীফ, সাধারণ সম্পাদক শওকত হাসান, পৌর যুবলীগের সভাপতি শাফায়েত আলী, সাধারণ সম্পাদক রাশেদ আহম্মেদ হিরণ প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালীতে জেলা আওয়ামীলীগের আয়োজনে পৌর শহরের নিউ মার্কেট চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি লঞ্চঘাট এলাকায় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নানসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা।

টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ স্মৃতি পৌর উদ্‌যানে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষ করে পৌর উদ্‌যান থেকে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের (প্রশাসক) বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান (ছোট মনির), সংসদ সদস্য খান আহমেদ শুভ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, পৌর মেয়র এস এম সিরাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর খান মেনু, শামসুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুউজ্জামান স্মৃতি, নাহার আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোলায়মান হাসান প্রমুখ।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে শহরের এস এস রোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী প্রমুখ।

ভোলা : ভোলায় বিক্ষোভ মিছিলটি শহরের বাংলা স্কুল মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ছায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল আলম প্রমুখ।

বগুড়া : বগুড়ায় সকালে শহরের সাতমাথা মুজিব মঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। জেলা আ.লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ রনির সঞ্চালনায় আরো বক্তব্য দেন টি জামান নিকেতা, অ্যাড. আমান উল্লাহ আমান, প্রদীপ কুমার রায়, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, অ্যাড. জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, আল রাজি জুয়েল, রুহুল মোমিন তারিক, আবু সুফিয়ান সফিক, মাশরাফি হিরো, মাফুজুল ইসলাম রাজ, ওবায়দুল হাসান ববি, কামরুল মোর্শেদ আপেল, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান সাহীন, জুলফিকার রহমান শান্ত, পিংকি সরকার, মোবাশ্বর হোসেন সরাজ, লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : আত্রাইয়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি নজরুল ইসলাম, গহের আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, প্রচার সম্পাদক ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, যুবলীগ ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমায়ন কবির সোহাগ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবু উজ্জল, কৃষকলীগ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।

বাবুগঞ্জ (বরিশাল) : বাবুগঞ্জে রহমতপুর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রীজ এলাকা প্রদক্ষিণ করে। বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সহসভাপতি মোস্তফা কামাল চিশতি, দেলোয়ার হোসেন, কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভলু প্রমুখ।

বাউফল (পটুয়াখালী) : বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থিত পৌর আওয়ামী লীগের একাংশ। সকালে পৌরশহরের কুন্ডপুাট্র পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ হয়। পৌর-আওয়ামী লীগের একাংশের সভাপতি আঃ লতিফ বাবুল খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা এস এম ইউসুফ, কাউন্সিলর ফরহাত হোসেন, উত্তম গাঙ্গুলী প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) : দুর্গাপুরে পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জির সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সহসভাপতি পাভেল চোধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল আমিন, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহাম্মদ মড়ল প্রমুখ।

ফরিদগঞ্জ (চাঁদপুর) : ফরিদগঞ্জে যুবলীগের সাংগঠনিক কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে পথ সমাবেশে মিলিত হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুবলীগ নেতা শাহপরান, জহির হোসেন, রায়হান, সোহেল হোসেন, এমরান হোসেন প্রমুখ।

মোংলা (বাগেরহাট) : মোংলায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন টিটু, আ.লীগ নেতা জালাল আহমেদ বুলবুল, ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর জিএম আল আমি, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা প্রমুখ।

পার্বতীপুর (দিনাজপুর) : পার্বতীপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের নতুন বাজার শহিদ মিনার সড়ক, ঢাকামোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালায়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমিনীন মোমিন, মহিলা লীগের সভানেত্রী রুকসানা বারী রুকু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভি প্রমুখ।

রাজারহাট (কুড়িগ্রাম) : রাজারহাটে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংকের সামনে সমাবেশ করে। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহের উদ্দিন, উপাধক্ষ্য সাজেদুল ইসলাম মন্ডল, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা।

চৌহালী (সিরাজগঞ্জ) : চৌহালীতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহসভাপতি হাবিবুর রহমান হাবীব, নাসরিন আক্তার, যুগ্ম সম্পাদক মোল্লা বাবুল আক্তার প্রমুখ।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। আরো বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ স¤পাদক আলী হায়দার, যুবলীগের সাংগঠনিক স¤পাদক আরিফ আহম্মেদ, আবু সাঈদ, সহসভাপতি আরমান হোসেন মেরাজ, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, যুবলীগ নেতা আসাদুজ্জামান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আসিফ আহম্মেদ আনিস প্রমুখ।

তাড়াশ (সিরাজগঞ্জ) : তাড়াশ বিশ্ব বিদ্যালয় কলেজ থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক তালুকদার, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, সাবেক উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ ঘোষ, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।

ধামইরহাট (নওগাঁ) : ধামইরহাটে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. খাজা ময়েন উদ্দিন, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পি প্রমুখ।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হামিদ লাবলু’র নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে শেষ হয়। এ সময় বক্তব্য দেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হামিদ লাবলু, আওয়ামী লীগ নেতা মুস্তাক আহম্মেদ, প্রফেসর হুমায়ুন কবির টিপু, আব্দুল ওয়াদুদ, শেখ কাজল, আমিরুল ইসলাম শাহু, মারুফ হোসেন সুনাম, আশিকুল হক দিনার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close