কমলগঞ্জ (মৌলভীবাজার) ও কুষ্টিয়া প্রতিনিধি

  ০৪ আগস্ট, ২০২২

কুষ্টিয়া ও কমলগঞ্জে দুই মরদেহ উদ্ধার

কমলগঞ্জে আব্দুল মন্নান (৬৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর এলাকার লাঘাটা ছড়া থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার মকবুল মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল মন্নান মঙ্গলবার রাতে বাড়ির পাশে লাঘাটা ছড়ায় বরশি দিয়ে মাছ শিকার করতে যান। পরদিন বুধবার সকালে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজাখুঁজির এক পর্যায়ে লাঘাটা ছড়ায় কাঁদার মধ্যে তাঁর লাশ দেখতে পান। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থল থেকে পরে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের ছেলে তালেব মিয়া বলেন, বাবা প্রায় সময়ই রাতে লাঘাটা ছড়ায় বরশি দিয়ে মাছ শিকার করতেন। আমাদের ধারণা ঘটনার দিন মাছ শিকার করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহমান গাজী বলেন, স্বাভাবিক মৃত্যু হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে কুষ্টিয়া প্রতিনিধি জানান, নিখোঁজের দুইদিন পর কুষ্টিয়ার ভেড়ামারা থেকে রক্সি পেন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেনের (৩৬) বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলি থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। লোকমান হোসেন বাগেরহাটের সাইদুর রহমানের ছেলে। তিনি রং কোম্পানি রক্সি পেন্টের কুষ্টিয়া এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং কুষ্টিয়া শহরের চৌরহাঁস মোড় এলাকায় বসবাস করতেন।

ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান জানান, ১ আগষ্ট দুপুরে রক্সি পেন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেন ভেড়ামারা শহর থেকে নিখোঁজ হন। কোথাও তাকে খুঁজে না পেয়ে সন্ধ্যার পর তার স্ত্রী জিনাত আরা টুম্পা থানায় একটি সাধারণ ডায়েরি করলে তাকে উদ্ধারে সবধরনের চেষ্টা করতে থাকে পুলিশ। সকালে স্থানীয়রা ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলিতে বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ লোকমানের মরদেহ উদ্ধার করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close