সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৩ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জে বন্যার আগাম প্রস্তুতির মহড়া

অস্বাভাবিক বন্যা থেকে মানুষ, গবাদিপশু ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে কিভাবে নিরাপদ স্থানে সাড়িয়ে নিতে হবে এবং উদ্ধার তৎপরতা ও আগাম প্রস্ততি কিভাবে নেওয়া যাবে তার উপর সিরাজগঞ্জে মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকালে যমুনা নদীর বেষ্ঠিত সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়নে এই মহড়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার আগে মহড়ার বিভিন্ন প্রস্তুতি কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। মহড়া শেষে এক আলোচনা সভায় খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লার সভাপতিত্বে এবং এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির সহকারী ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগের সঞ্চালনা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close