জামালপুর প্রতিনিধি

  ১৫ জানুয়ারি, ২০২২

জামালপুর সদর হাসপাতাল

ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ চিকিৎসা দিতে হিমশিম

জামালপুরে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে নবজাতকরা। এতে শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। হাসাপাতালে প্রতিদিনি ঠাণ্ডা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে। রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে নার্স ও টিকিৎসকদের। বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। ২৫০ শয্যা বেডের ব্যবস্থা থাকলেও এর তুলনায় বেশি রোগী ভর্তি হয়েছে।

জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ মুহূর্তে আমাদের রোগী ভর্তি হয়েছে ৪১৪ জন। মহিলা ও পুরুষ মেডিসিন ওয়ার্ডে ৪৮ সংখ্যার বেড থাকলেও সেখানে রোগী ভর্তি হয়েছে ৯৭ জন। এছাড়া শিশু ওয়ার্ডে ২৪ বেডের আসনে রোগী ভর্তি হয়েছে ৬৭ জন। শীতকালে শিশু ও বয়স্ক মানুষের শীতজনিত শিশুদের নিউমোনিয়া ও বয়স্কদের হৃদরোগের প্রকোপ বেড়ে যায়। এ বিষয়গুলো দেখভাল করার জন্য হাসপাতালের কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তদের যেন সঠিকভাবে চিকিৎসা সেবা দেওয়া হয় সে ব্যাপারে আমরা সার্বক্ষনিক সচেষ্ট রয়েছি। তিনি আরও বলেন, বর্তমান সময়ে করোনা মহামারির প্রতিরোধে মাস্ক পরিধান, হাতধোয়াসহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছি আমরা। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close