হালুয়াঘাট (ময়মনসিংহ) ও গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০২২

গোবিন্দগঞ্জে অচেনা নবজাতক হালুয়াঘাটে কৃষকের লাশ

হালুয়াঘাটে কৃষক বাবুলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে নিজ বাড়ির সামনে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংবাদ পেয়ে ওসি শাহিনুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দির বাড়িতে বাবুল হোসেন ছাড়া আর কেউ ছিলনা। এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সুরুজ মিয়াসহ নিহতের স্বজনরা।

এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রতিনিধি জানান, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনের অদূরে একটি নলখাগড়ার ঝোপের পাশ থেকে এক অজ্ঞাত নবজাতক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার সকালে পথচারীরা ঝোপের পাশে ওই শিশুর ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। স্থানীয় লোকজন ধারণা, অবৈধ গর্ভধাণের ফলে অনাগত শিশুটির জন্মের পর পরই কেউ হয়তো তাকে সেখানে ফেলে চলে গেছে। রাতে শিয়াল-কুকুর শিশুটির দুই উরুর বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে। গতকাল দুপুর পর্যন্ত সেখানে পুলিশ উপস্থিত না হওয়ায় স্থানীয় লোকজন শিয়াল-কুকুরে খাওয়া শিশুর মরদেহ পাশের জমিতে দাফন করে। গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানান, বিষয়টি তার জানা নেই। তবে জায়গাটি রেলওয়ের হওয়ায় রেল পুলিশ এ বিষয়ে পদক্ষেপ নিতে পারবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close