প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ জানুয়ারি, ২০২২

শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নানা কর্মসূচী পালিত হয়। এরমধ্যে আ.লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা, দোয়া ও মিলাদ মাহফিল, র‌্যালি, আলোচনা সভা এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী : রাজশাহীতে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, সহসভাপতি মীর ইকবালসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠি : ঝালকাঠিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম। এতে বক্তব্য দেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, সালাহউদ্দিন আহম্মেদ সালেক, যুগ্ম সাধারণ সম্পাকদ নূরুল আমিন সুরুজ, তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির, ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম পারভেজ প্রমুখ।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে আলোচনা সভায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান। বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসহাক আলী, পৌর মেয়র ও সহসভাপতি আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ দানিউল হক মোল্লা, সহসভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

টাঙ্গাইল : টাঙ্গাইলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তোবক অর্পন করেন জেলা প্রশাসক ড. আতাউল গনি, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনতা। এর আগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তোবক অর্পন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ প্রমুখ।

এদিকে পৃথক এক আলোচনা সভায় জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম প্রমুখ।

বরগুনা : বরগুনায় দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা তাঁতীলীগের নেতাকর্মীরা। জেলা তাঁতীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা তাঁতীলীগের সভাপতি অ্যাড. আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মো. আবুবক্কর সিদ্দিক বাকীর। এ সময় উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সহসভাপতি মহিবুল্লাহ রিপন, নাসির উদ্দিন খান বাদশা, গোলাম মোস্তফা নান্টু, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন স্বপন, উপপ্রচার সম্পাদক গৌতম রায় প্রমুখ।

জামালপুর : জামালপুরে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুারালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন রুকু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশ্তী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. রাশেদুল ইসলাম খোকন প্রমুখ।

সরিষাবাড়ী (জামালপুর) : সরিষাবাড়ীতে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. হারুন অর রশিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল প্রমুখ।

হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হিলিতে দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশীদ, ভাইস- চেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ প্রমুখ।

কেশবপুর (যশোর) : কেশবপুর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। দপ্তর সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন, তপন কুমার ঘোষ মন্টু, যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ, ইয়ার মাহমুদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ, আবু সাঈদ লাভলু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান মুকুল প্রমুখ।

মোংলা (বাগেরহাট) : মোংলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা আ.লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আ.লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিস আলী ইজারদার। উপস্থিত ছিলেন মোংলা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, পৌর যুবলীগের সম্পাদক শেখ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত প্রমুখ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী, আব্দুল বাতেন হিরু, হাফিজুর রহমান হাফিজ, মনিরুজ্জামান পান্না, জাহিদুজ্জামান কাকন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম শাহ আলম প্রমুখ।

চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিকের সঞ্চলনায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান মোছা. নূরজাহান বেগম মুক্তি, মথুরাপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম, গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু প্রমুখ।

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে উপজেলা যুব মহিলা লীগ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক নাজনিন নাহার নিতু, যুগ্ন আহ্বাহক রওশানারা বেগম, নিপা রাণী, খাতিজা আক্তার ও অনিকা রাণী প্রমুখ।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ্ আজম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলী, সকল বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা।

ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিবসটি উপলক্ষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান প্রমুখ।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : ভোলাহাটে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আফরাজুল হক বাবু, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, জেলা সহসভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা যুগ্ম আহ্বায়ক সাইফুল আহমেদ বিশ্বাস, ক্যাশিয়ার জামিরুল ইসলাম উইল প্রমুখ।

চিলমারী (কুড়িগ্রাম) : চিলমারীতে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এম নুরুল আমিন, থানাহাট ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন প্রমুখ।

ধামরাই (ঢাকা) : ধামরাইয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহম্মদ এমপি। উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী শওকত হোসেন শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গোবিন্দগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে মোবাইল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। আরো বক্তব্য দেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আতাউর রহমান সরকার ও ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : গোমস্তাপুরে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা বিশ্বাস, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, বীর মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম সোনার্দী, ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী, সম্পাদক আরিফুল ইসলাম জয়, রহনপুর পৌর সভাপতি এন্তাজুল হক প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close