ফরিদপুর প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০২১

হত্যা মামলা যুবকের যাবজ্জীবন

ফরিদপুরে হত্যা মামলার আসামি বাচ্চু খান (২৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে ওই ব্যক্তিকে আরো এক বছর বেশি কারাদন্ড ভোগ করতে হবে। রায় ঘোষণা করেছেন জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়া। গতকাল সোমবার বিকালে আসামি বাচ্চু খানের উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। বাচ্চু শহরের দুই নম্বর হাবেলি গোপালপুরের ডগ বস্তির বাসিন্দা।

মামলার নথির বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি সকালে লুঙ্গি সেলাই না করায় বাচ্চু খানের সঙ্গে তার স্ত্রী আঁখি আক্তারের ঝগড়া হয়। এ সময় শেখ আজাদ (২৬) নামে এক ব্যক্তি তাদের ঝগড়া ঠেকাতে এলে বাচ্চু লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে আজাদ গুরুতর আহত হন তিনি। পরে ফরিদপুর জেনারেল হাসপাতালে মারা যান আজাদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close