শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০২১

শিবচরে শিশু হত্যায় চাচির দায় স্বীকার

মাদারীপুরের শিবচরে শিশু কুতুবউদ্দিনের (২.৫ মাস) হত্যা মামলায় চাচি নার্গিস বেগম আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদ।

এ সময় তিনি জানান, শিশুটি অপহরণের তিন দিন পর শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার চাচির বাবার বাড়ির ভবনের নির্মাণাধীন টয়লেটের মেঝের নিচ থেকে বৃহস্পতিবার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা ইসমাইল ব্যাপারী বাদি হয়ে একটি হত্যা মামলা করলে শিশুটির আপন বড় চাচি নার্গিস বেগম ও তার মেয়ে হাফসা আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার বিকাল ৫টার দিকে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হলে চাচি হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিতে চায়। পরে ওই আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান চাচির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close