মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ২৫ জানুয়ারি, ২০২১

অসহায়ের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর

‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য নির্মিত গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের উত্তর এলাইচ গ্রামের বাছির আহমেদের স্ত্রী অসহায় রাশিদা বেগমের জন্য নির্মিত গৃহের চাবি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী। লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় রাশিদা বেগমের জন্য তিন শতক খাসজমির ব্যবস্থা করা হয়। পরে ওই জমিতে একটি গৃহনির্মাণ করার জন্য কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, ইউএনও এ কে এম সাইফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, লাকসাম পূর্ব ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ, মনোহরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম শাখাওয়াত হোসেন, নাঙ্গলকোট জোনাল অফিসের ডিজিএম শহিদ উদ্দিন, নরপাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তাজুল ইসলাম, ইউপি সদস্য হানিফ সরকারসহ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর কর্মকর্তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close